আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বিষয়ের কোড অন্তর্ভুক্তির দাবি

অনশনে রাবি শিক্ষার্থীরা

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে বুধবার পিএসসিতে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের শিক্ষার্থীরা ষ আলোকিত বাংলাদেশ

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) বিষয়ের কোড অন্তর্ভুক্তির দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা। এর আগে দাবি আদায়ে ১৯ জানুয়ারি থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন, অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, আমরা বিভিন্নভাবে বৈষম্যের শিকার হচ্ছি। বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বিভাগের শিক্ষার্থীদের বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরযুক্ত দরখাস্ত নিয়ে পিএসসিতে প্রমাণ করতে হয় রাবিতে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট নামের একটি বিভাগ আছে। পিএসসি অধীনে উচ্চবিদ্যালয়ের ননক্যাডার পদগুলোতেও আমরা যেতে পারি না। ননক্যাডার পদগুলোতে তালিকায় প্রথম হয়েও আমরা বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরে চাকরি করতে পারি না। 
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিষয় কোড অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। কিন্তু শুধু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা ৪১তম বিসিএসে বিষয় কোড অন্তর্ভুক্ত করা হবে বলে আমাদের শিক্ষকদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু তা করা হয়নি। বিষয় কোড অন্তর্ভুক্তির সর্বোচ্চ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
এ বিষয়ে জানতে চাইলে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল বলেন, বিষয় কোডের জন্য আমরা পিএসসিতে গিয়ে আবেদন করেছিলাম। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সুপারিশসহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্য আমরা সেখানে জমা দিয়েছি। এ নিয়ে পিএসসি একটি কমিটিও গঠন করে। বিষয়টি যাচাই করতে ইউজিসি থেকে একটি টিমও বিশ্ববিদ্যালয়ে আসে। বিষয়টি একটি প্রক্রিয়াধীন ব্যাপার। একটি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান করা হবে।