আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

সিরাজগঞ্জে ১১ মাদক সেবনকারীর কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি
| দেশ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ মাদক সেবনকারীকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১২ সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেছেন উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। 

দণ্ডপ্রাপ্তরা হলেন রেজাউল করিম, রফিকুল ইসলাম, আয়নাল হক, ইয়াকুব আলী, মোশারফ, মহাসীন মিয়া, শ্রী সমির রায়, ইয়াছিন ফকির, মাসুদ রানা, আলাউদ্দিন ও ওমর ফারুক।