আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

আন্তর্জাতিক নারী দিবসে আমারি ঢাকার আয়োজন ও নারীদের জন্য চাকরির সুযোগ

| নিত্যজীবন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমারি ঢাকা তাদের অতিথিদের জন্য ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে। ৮ মার্চ এ সুযোগ থাকবে শুধু বুফে ডিনারের ক্ষেত্রে। এছাড়া লেভিস বিউটি সেলুনে থাকছে ১ হাজার ৫০০ টাকার ক্যাশ ভাউচার, যা ৩ হাজার টাকা পর্যন্ত সেলুন ট্রিটমেন্ট নিলে মিলবে। আরও থাকছে ব্রিজ স্পাতে ১ হাজার টাকার ক্যাশ ভাউচার। আর বডি ট্রিটমেন্টের ওপর ব্রিজ স্পাতে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়ও রয়েছে। অন্যদিকে ৮ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নারী চাকরি প্রার্থীদের জন্য ওপেন ইন্টারভিউয়ের সুবিধা। বিস্তারিত : facebook.com/amaridhaka