আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা পাকিস্তানের

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ‘পলাতক’ ঘোষণা করেছে দেশটির বর্তমান সরকার। গেল নভেম্বরে অসুস্থতার কারণে লাহোর হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন নওয়াজ। আদালত নওয়াজের আবেদন মেনে তাকে চার সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। এরপর নভেম্বরেই লন্ডনে চলে যান নওয়াজ। নওয়াজের চিকিৎসক জানিয়েছেন, তার মক্কেল মাল্টি-ভেসেল করোনারি আর্টারি ডিজিজ ও মাইয়োকার্ডিয়ামে ভুগছেন। তার জন্য তার অস্ত্রোপচারের প্রয়োজন। তাই নওয়াজের জামিনের মেয়াদ বাড়ানো দরকার। তার জন্য নওয়াজকে মেডিকেল রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। কিন্তু নওয়াজের তরফে সেই মেডিকেল রিপোর্ট এখনও জমা পড়েনি। তাই পাকিস্তান সরকার এবার আদালতে নওয়াজের জামিনের আর্জির বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছে। তার আগে নওয়াজকে ‘পলাতক’ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে ইসলামাবাদে ক্যাবিনেট পর্যায়ের বৈঠকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইমরানের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট অন ইনফরমেশন ফিরদৌস আশিক আওয়ান বলেন, নওয়াজ লন্ডনের কোনো হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দিতে পারেননি। তার চিকিৎসক যে মেডিকেল সার্টিফিকেট পাঠিয়েছেন, মেডিকেল বোর্ড তা খারিজ করে দিয়েছে। এরপরই সরকার তাকে পলাতক ঘোষণা করেছে। আনন্দবাজার