আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বিশ্বকে এগিয়ে আসতে হবে

বললেন ইমরান খান

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে চলমান সহিংসতা নিয়ে ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার এক টুইটার বার্তায় তিনি বলেন, গেল বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনেই এমন ধরনের ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। তার অভিযোগ, সহিংস ঘটনার সূত্রপাত হয়েছিল গেল বছর জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল হওয়ার পর। টুইটে অবশ্য দিল্লির নাম উল্লেখ করেননি তিনি। টুইটে ইমরান লিখেছেন, ভারত-অধিকৃত কাশ্মীরের ঘটনার পরই আমি গেল বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এরকম এক আশঙ্কার কথা উল্লেখ করেছিলাম। একবার বোতল থেকে দৈত্য বেরিয়ে পড়লে রক্ত ঝড়বেই। জম্মু-কাশ্মীর দিয়ে শুরু হয়েছিল। এবার ভারতের ২০ কোটি মুসলিমকে টার্গেট করা হয়েছে। এটা রুখতে গোটা বিশ্বকে এবার এগিয়ে আসতে হবে। সিএএবিরোধী ও সিএএপন্থিদের সংঘর্ষে অগ্নিগর্ভ দিল্লি। দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে পাকিস্তানে না ঘটে, টুইটে সেই আহ্বানও জানিয়েছেন ইমরান। তিনি বলেন, আমি সবাইকে সতর্ক করে দিতে চাই, পাকিস্তানে যারা অমুসলিম ও তাদের ধর্মস্থানের ওপর হামলা করতে উদ্যত হবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  আনন্দবাজার