আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

প্রতিদ্বন্দ্বীদের আক্রমণের মুখে স্যান্ডার্স

আলোকিত ডেস্ক
| আন্তর্জাতিক

মঙ্গলবার সাউথ ক্যারোলিনার বিতর্কে বার্নি স্যান্ডার্সসহ ডেমোক্র্যাট দলের অন্য মনোনয়ন প্রত্যাশীরা- ডেইলি মেইল

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে নির্বাচনি বিতর্কে বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে অন্য প্রতিদ্বন্দ্বীদের একযোগে আক্রমণ চালাতে দেখা গেছে। মঙ্গলবার সাউথ ক্যারোলিনার এ বিতর্কে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশীই বলেছেন, স্যান্ডার্স প্রার্থী হলে তা ডেমোক্র্যাটিক পার্টির জন্য ‘বিপর্যয়’ ডেকে আনবে। ফলে হোয়াইট হাউজ তো দূর, ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিম্নকক্ষের নিয়ন্ত্রণও হারাতে পারেন বলেও সতর্ক করেছেন তারা। নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, ইন্ডিয়ানারা সাউথ বেন্ডের পিট বুটিগিগের পাশাপাশি ম্যাসাচুসেটস ও মিনোসেটার দুই সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং অ্যামি ক্লবুচারও এদিন স্যান্ডার্সের সমালোচনা করেন। তবে অন্য মনোনয়ন প্রত্যাশীদের প্রচ- আক্রমণের মুখেও স্যান্ডার্সকে অবিচল থাকতে দেখা গেছে। এদিনও তিনি তার প্রতিশ্রুতিগুলো পুনর্ব্যক্ত করেছেন। স্বাস্থ্যসেবাকে মানবাধিকার হিসেবে অ্যাখ্যা দিয়েছেন; উত্থাপন করেছেন অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচারের মতো ইস্যুগুলোকে। 
স্যান্ডার্স বলেন, বেসরকারি স্বাস্থ্যবিমার বদলে তিনি সরকার পরিচালিত ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’র যে প্রতিশ্রুতি হাজির করেছেন, যুক্তরাষ্ট্রের সব জনগণ তাতে সমর্থন দিয়েছে। ফেব্রুয়ারির তিনটি অঙ্গরাজ্যে ককাস ও প্রাইমারির পর ৭৮ বছর বয়সি ‘সোশ্যাল ডেমোক্র্যাট’ স্যান্ডার্সই এখন দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে এগিয়ে আছেন। বিডি নিউজ