আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

ওমানেও ফিক্সিং!

ফিক্সিং

স্পোর্টস ডেস্ক
| খেলা

ফিক্সিংয়ের বিষদাঁত পড়েছে ওমানের ক্রিকেটেও! ম্যাচ পাতানোর দায়ে ওমানি ক্রিকেটার ইউসুফ আবদুল রাহিম আল বালুসিকে সাত বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগে বালুসির বিরুদ্ধে চারটি অভিযোগ গঠন করা হয়েছে; এর মধ্যে সবচেয়ে গুরুত্বর হচ্ছে গেল বছর সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ২৯ বছর বয়সি ক্রিকেটার একটি ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন। এজন্য সতীর্থ এক ক্রিকেটারের সহায়তাও চেয়েছিলেন। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।