ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত ক্রিকেটাররা; শেষ হবে ১১ মার্চ। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহে জাতীয় দল যাবে পাকিস্তানে, সেখানে একটি করে ওয়ানডে ও টেস্ট ম্যাচ খেলবে। মে মাসে আয়ারল্যান্ডে তিনটি ওয়ানডে ও চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে। নিজেদের মাটিতে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজটি ইংল্যান্ডে আয়োজন করতে চায় আইরিশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিক থাকলে ২২ মে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডে হবে। আইরিশ গণমাধ্যম বেলফাস্ট টেলিগ্রাফ জানিয়েছে, সফরসূচি চূড়ান্ত হয়েছে। ১৪, ১৬ ও ১৯ মে ওয়ানডে তিনটি হবে যথাক্রমে বেলফাস্টের স্টোরমন্টে। নর্থ ডাউন ক্রিকেট ক্লাব মাঠে ১১ মে উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্রিকেটাররা। টি-টোয়েন্টি চারটি হবে ২২, ২৪, ২৭ ও ২৯ মে। মাঠ পরিচর্যার জন্য আপাতত ক্লনটার্ফে খেলাতে চাইছে না আইরিশ ক্রিকেট বোর্ড। অবশ্য ইংল্যান্ডের কোন মাঠে খেলা হবে নিশ্চিত করে জানায়নি আইরিশ ক্রিকেট বোর্ড। কয়েকদিনের মধ্যেই এ বিষয়ে বিস্তারিত জানানোর কথা বলেছে তারা। ফেব্রুয়ারির শুরুতে ইংল্যান্ডে ভেন্যু দেখে এসেছেন দেশটির বোর্ড পরিচালক রিচার্ড হোল্ডসঅর্থ। প্রস্তাবনা অনুসারে অন্তত দুটি ভেন্যুতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে জানিয়েছে বেলফাস্ট টেলিগ্রাফ।