আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

আল আমিনের শাস্তি

স্পোর্টস রিপোর্টার
| খেলা

ক্রিকেটারদের আচরণ সংশোধনে ঘরোয়া ক্রিকেটেও কড়া শাস্তি দিতে কার্পণ্যবোধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি); সেটা পরীক্ষিতই। সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে প্রতিপক্ষ পূর্বাঞ্চলের ব্যাটসম্যানের উদ্দেশে বাজে ভাষা ব্যবহারের জন্য শাস্তি পেয়েছেন পেস বোলার আল আমিন হোসেন। দক্ষিণাঞ্চলের এ পেসারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার ম্যাচের চতুর্থ দিনে পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ আশরাফুলকে আউট করার পর উদ্যত মনোভাব দেখিয়ে কটূক্তি করেন আল আমিন। পাঁচ দিনের ফাইনালে দক্ষিণাঞ্চল ১০৫ রানে জিতলেও আল আমিনের উইকেট ওই একটিই। তবে এ অপরাধে সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা; ম্যাচ রেফারির কাছে আল আমিনের আচরণ সর্বোচ্চ শাস্তিযোগ্য মনে হওয়ায় সেটাই করা হয়েছে। বুধবার বিসিবি তার শাস্তির বিষয়টা নিশ্চিত করে।