আর্থিক স্বচ্ছতা সম্পর্কিত ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে (এফএফপি)’ নীতির ‘চরম লঙ্ঘন’ করার ফলে ম্যানচেস্টার সিটিকে দুই মৌসুমের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে উয়েফা। নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানাও গুনতে হবে তাদের। তবে সিটি উয়েফার সিদ্ধান্তকে ‘অমূলক তবে অপ্রত্যাশিত নয়’ বলেছে। ক্লাবের প্রধান নির্বাহী ফ্রান সরিয়ানো অবশ্য সেই নীতি লঙ্ঘনের অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন। শাস্তি ঘোষণার পরপরই ক্লাব বিবৃতিতে জানিয়েছিল, দ্রুততম সময়ের মাঝে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) আপিল করবে তারা।