আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

৯ উইকেটে ২৯ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক
| খেলা

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে দারুণ বোলিং করেও ম্যাচসেরার পুরস্কার পাননি অফ স্পিনার নাইম হাসান; তবে অন্যদিকে পুরস্কার পেয়েছেন তিনি; ক্যারিয়ার সেরা বোলিংয়ে আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়েছেন বাংলাদেশের তরুণ অফ স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো করায় বুধবার আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ করে এগিয়েছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক।

মিরপুর বাংলাদেশের ইনিংস ব্যবধানে জেতা টেস্টে ডাবল সেঞ্চুরি করেন মুশফিক (২০০*)। অভিজ্ঞ ব্যাটসম্যান ওঠে এসেছেন বিশে। টেস্টে তার সেরা র‌্যাঙ্কিং ১৮তম, উঠেছিলেন ২০১৮ সালের নভেম্বরে। মিরপুর টেস্টে সেঞ্চুরি করে ৩৯তম স্থানে উঠেছেন অধিনায়ক মুমিনুল। এ টেস্টে ৭১ রানের ইনিংস খেলে নাজমুল হোসেন শান্ত এগিয়েছেন ১১ ধাপ, আছেন ১০৪তম স্থানে।
দ্বিতীয় ইনিংসে পাঁচটিসহ নাইম ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ৩৮তম। পেসার আবু জায়েদ চৌধুরি রাহি ১১ ধাপ এগিয়ে আছেন ৪৬তম স্থানে। প্রথম ইনিংসে তিনি নেন ৪ উইকেট; দ্বিতীয় ইনিংসে নাইম-তাইজুলের দাপটে রাহি বোলিংই করেছেন মাত্র ৪ ওভার।
প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্রেইগ আরভিন ১৫ ধাপ এগিয়ে ৪২তম স্থানে আছেন। নিজের ক্যারিয়ার সেরা পজিশন থেকে এক ধাপ পেছনে আছেন তিনি।
টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান নিয়ে বিরাট কোহলি ও স্টিভেন স্মিথের লড়াইটা হচ্ছে অনেক দিন ধরেই; সেখানে কোহলিকে আবার পেছনে ফেলে চূড়ায় উঠেছেন স্মিথ। তবে নিজের নৈপুণ্যে নয়, ভারতীয় অধিনায়কের ব্যর্থতায়। স্মিথ জানুয়ারির পর টেস্ট খেলেননি, নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে কোহলির বাজে পারফরম্যান্সে শীর্ষে উঠেছেন তিনি। কিউইদের বিপক্ষে সোমবার ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে দুই ইনিংস মিলে কোহলি করেছেন মাত্র ২১ রান। তাতেই হাতছাড়া হয়েছে শীর্ষস্থান। ২০১৫ সালের জুনে প্রথমবার ১ নম্বরে ওঠা স্মিথের সর্বশেষ রেটিং পয়েন্ট ৯১১; দুইয়ে নেমে যাওয়া কোহলির রেটিং ৯০৬।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে আছেন যথারীতি অজি পেসার প্যাট কামিন্স। তবে আট ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন টিম সাউদি। ২০১৪ সালে ক্যারিয়ার সেরা পঞ্চম স্থানের পর তার সেরা অবস্থান এটিই। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে কিউই পেসার নিয়েছেন ৯ উইকেট। অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।