এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মুখতার হোসেনের উপস্থিতিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের রিটেইল ব্যাংকিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাফিজ ইমরোজ মাহমুদ এবং আনোয়ার ল্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন খালেদ। চুক্তির আওতায় আনোয়ার ল্যান্ডমার্কের গ্রাহক এনআরবিসি হোমলোন সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে পাবে। অনুষ্ঠানে আনোয়ার ল্যান্ডমার্কের সেলস অ্যান্ড মার্কেটিংয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর নূর-ই-আলম সিদ্দিকীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ষ নিজস্ব প্রতিবেদক