ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার এবং রানার অটোমোবাইলস লিমিটেডের প্রধান আর্থিক কর্মকর্তা সনাত দত্ত, এসিএ সম্প্রতি ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরের পর বিনিময় করেন। ইবিএল তাদের ‘টু হুইলার লোন’ এর অধীনে রানার মোটরসাইকেল ক্রেতাদের সহজ শর্তে ও কিস্তিতে ঋণ সুবিধা প্রদান করবে। রানার গ্রুপের গ্রুপ ফাইন্যান্স কন্ট্রোলার মো. ইব্রাহীম, ইবিএল হেড অব অ্যাসেটস (রিটেইল ও বিজনেস) তাসনিম হোসেন, হেড অব রিটেইল অ্যাসেট ওয়াহিদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন ষ নিজস্ব প্রতিবেদক