আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

অগ্নিদগ্ধে চুয়েট গাড়িচালকের স্ত্রীর মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
| খবর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গাড়িচালক মো. ইব্রাহিমের স্ত্রী সাদিয়া সুলতানা (২৮) অগ্নিদগ্ধ হওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি চাঁদপুর বলে জানা গেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়েট আবাসিক সরকারি কোয়ার্টারের দ্বিতীয় তলায় গ্যাসের চুলায় রান্না করার সময় শরীরে আগুন লেগে যায়। পরে তাকে উদ্ধার করে নেওয়া হয় চমেক হাসপাতালের বার্ন ইউনিটে। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে। ইব্রাহিম সাদিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চুয়েট পুলিশ ফাঁড়ির মিঠুন বলেন, ঘটনার পর তাকে অগ্নিদগ্ধ অবস্থায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।