আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

ধোঁকাবাজদের ব্যাপারে সতর্ক থাকুন

বার্ষিক মাহফিলে চরমোনাই পীর

বরিশাল ব্যুরো
| খবর

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, চরমোনাই মাহফিল একমাত্র প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য আল্লাহর পথ ভোলা বান্দাদের আল্লাহর সঙ্গে জুড়িয়ে দেওয়া। দুনিয়ার কোনো কিছু পূরণ হওয়ার এজন্য এ মাহফিল প্রতিষ্ঠিত হয়নি। তিনি মুসল্লিদের উদ্দেশ বলেন, বাহ্যিক আমলের সঙ্গে গোপনীয় আমল না থাকলে তা বাস্তবায়ন হবে না। একশ্রেণির লোক ধোঁকাবাজি করছে। এদের বিষয়ে সতর্ক অবস্থায় পা বাড়ান। তিনি বলেন, দেশের মানুষ যদি আল্লাহভীরু তাকওয়াবান হয়ে যায়, তবে দেশের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। বুধবার মাহফিলের উদ্বোধনী বয়ানে পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এসব কথা বলেন।
জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম উ™ে^াধনী বয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করবেন। বছরে দুটি মাহফিলের মধ্যে ফাল্গুন মাসের মাহফিলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে গণ্য করেন চরমোনাই পীর অনুসারীরা। কয়েক লাখ মুসল্লি এ মাহফিলে অংশগ্রহণ করেন।
মাহফিলের মিডিয়া সেলের প্রধান মো. শরিয়ত উল্লাহ জানান, বরিশালে বৃষ্টি হলেও মাহফিলে হাজার হাজার মুসল্লি এসেছেন। প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর চরমোনাই পীর মাহফিলে বয়না করবেন। তিনি মোট পাঁচটি বয়ান করবেন। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। এ ছাড়া মাহফিলের ™ি^তীয় দিন আজ সকাল ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।