আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

ঢাকা ওয়াসা ও ডিপিডিসি সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
| খবর

উন্নত সেবা প্রদানে সহায়তার লক্ষ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ওয়াসার মধ্যে বুধবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকে ডিপিডিসির পক্ষে সংস্থাটির কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান এবং ঢাকা ওয়াসার পক্ষে সংস্থার সচিব শারমিন হক আমীর স্বাক্ষর করেন। বুধবার ঢাকা ওয়াশার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওয়াসা ভবনের কনফারেন্স সেন্টারে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান, ডিরেক্টর (উন্নয়ন) মো. আবুল কাশেম, পরিচালক (কারিগরি) একেএম শহিদ উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।