রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২৩৬ বোতল ফেনসিডিল এবং ৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ইজিবাইকে তল্লাশি চালিয়ে মামুনুর রশিদ রাজুকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানা পুলিশ শাহজালাল হিমাগারের কাছে রংপুর অভিমুখী একটি ইজিবাইকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল ও গাঁজাসহ মামুনুর রশিদ রাজুকে আটক করে। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নূরনগরপুর এলাকার আবদুস সালামের ছেলে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় মামলা হলে রাজুকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।