দিল্লিতে ধর্মীয় সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা উত্তর-পূর্ব দিল্লির শাহীনবাগে নাগরিকত্ব আইনের প্রতিবাকারীদের প্রতি ধর্মীয় সহিংসতার তীব্র নিন্দা জানান এবং মুজিববর্ষ উপলক্ষে ঢাকায় মোদির আগমনের বিরোধিতা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামান, বরিশাল জেলার সমন্বয়ক আদিব আরিফ, জাবি শাখা সভাপতি আরমানুল ইসলাম খানসহ প্রমুখ নেতাকর্মীরা।