যশোর শহরের মাছ বাজার এলাকায় ইমরান হোসেন মুন্না নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত আফতাব উদ্দীনের ছেলে। তিনি তার চাচার মাছের আড়ত দেখাশোনা করতেন।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, ইমরান মাছ বাজার মোড়ে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত অতর্কিত সেখানে গিয়ে ইমরানের বুকে-পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। নিহত ইমরানের চাচা শেখ মতিয়ার রহমান বলেন, ইমরান আমার মাছের আড়ত দেখাশোনা করত। পাওনাদারদের কাছে টাকা চাইতে সন্ধ্যায় সে দোকান থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে, স্থানীয় পলাশসহ কয়েকজন তাকে চাকু মেরেছে। কয়েক দিন আগে পলাশ কারাগার থেকে বের হয়েছে। পলাশের সাথে ইমরানের কোনো বিরোধ ছিল কি নাÑ আমার জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যাকা-ের পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যার সঙ্গে জড়িত কয়েকজনের নাম-ঠিকানা পাওয়া গেছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো দ্বন্দ্বের কারণে দুর্বৃত্তরা ইমরানকে হত্যা করতে পারে।