রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জাপান স্ট্রিট নামে একটি রাস্তা উদ্বোধন করা হয়েছে। বসুন্ধরার ‘আই’ ব্লকে নির্মাণাধীন জাপানের জেসিএক্স বিজনেস টাওয়ারের সামনের রাস্তার এ নাম রাখা হয়েছে। মঙ্গলবার ফিতা কেটে ‘জাপান স্ট্রিট’ উদ্বোধন করেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
অনুষ্ঠানে জানানো হয়, জাপানের স্থাপত্য নকশায় গড়ে তোলা হচ্ছে ‘জেসিএক্স বিজনেস টাওয়ার’। এরই মধ্যে তিনটি তলার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। আরও দুটি তলার কাজ চলছে। জুনেই এ টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জাপানের গ্রিড গ্রুপ ও বাংলাদেশের জেসম গ্রুপের যৌথ উদ্যোগে এ বাণিজ্যিক টাওয়ারটি নির্মিত হচ্ছে।