তেলেগু সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। একের পর এক বক্স অফিসে সফল সিনেমা উপহার দিচ্ছেন তিনি। গেল ১১ জানুয়ারি মুক্তি পায় মহেশ অভিনীত সিনেমা ‘সারিলেরু নীকেবারু’। এটিও বক্স অফিসে বাজিমাত করেছে। মহেশ বাবুর জন্য বক্স অফিসের সাফল্য মোটেও সহজ ছিল না। কারণ একই দিনে মুক্তি পায় আরেক জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন অভিনীত ‘আলা বৈকুণ্ঠপুরামুলো’ সিনেমাটি। কিন্তু মহেশ বাবুর ভক্তরা তাকে নিরাশ করেননি। এদিকে কিছুদিন আগে জানা যায়, সিনেমাটির ডিজিটাল রাইটস নিয়েছে অ্যামাজনস প্রাইম ভিডিও। ২ মার্চ এই প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করা হবে। তাই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় ছিলেন মহেশ ভক্তরা। কিন্তু ভক্তরা হতাশ হয়েছেন অ্যামাজনস প্রাইম ভিডিও কর্তৃপক্ষের বক্তব্যে। কারণ তারা জানিয়েছেÑ এখনও সিনেমাটি মুক্তির দিন নির্ধারণ করা হয়নি। ‘সারিলেরু নীকেবারু’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও রাশমিকা মান্দানা। অনিল রবিপুরী পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেনÑ প্রকাশ রাজ, বিজয়াশান্তি, রাজেন্দ্র প্রসাদ প্রমুখ। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন মহেশ বাবু, অনিল ও দিল রাজু।