আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

প্রিয় ক্ষতগুলো ভেঙে

| আলোকিত সাময়িকী

 

প্রিয় ক্ষতগুলো ভেঙে জেগে ওঠে তোমার নির্মাণ
যখন নির্ঘুম রাত্রি আরেকটি সকালের খোঁজেÑ
তখনও, প্রচলের বিরুদ্ধে প্রচণ্ড গতিময় আমি 
ধুলোর কপাট খুলে চোখ রাখি বিরহমলিন চিহ্নে;

একদিন নীল জ্যোৎস্নায় মুদ্রিত হয়েছিল তোমার নিশানা
কী আশ্চর্য! এখনও সেই ব্যাকুল মুহূর্তগুলোÑ 
স্মরণ অরণ্যে অদৃষ্টবাদী পথিকের মতো দাঁড়িয়ে 
পরিণতি ও ফলের আশা করছে না; মেয়াদোত্তীর্ণ হাওয়াও
তোমার কথা ভেবে খুঁজে চলেছে আসন্ন বসন্ত!
 
এ বছর আড়াল গভীর হলেÑ প্রবর্ধিত আলোক রেখায় 
তোমার স্মরণ বেজে উঠবে নগরীর প্রাণপুঞ্জে; যদিওÑ 
গলিত পিপাসার অধিক যন্ত্রণাময় তোমার নির্মাণ 
দীর্ঘ ক্ষত ভেঙে ভেঙে শৈল্য-চিকিৎসাদুষ্ট গভীর সাম্রাজ্যে!