যে-তল ঘুমিয়ে আছে পাথরের মতো
তার কাছেই চেয়েছি নির্মাণের জল
অনেক বচসা হলোÑ কোলাহল বেশ
বসন্তের কলরোলে বোধের বিস্তার;
অনিকেত স্বপ্নÑ যেন উপমায় ঠাসা
ভালোর অপেক্ষা চেয়ে যা-কিছু গীতল
বিস্মরণে ন্যুব্জ সব হয়ে গেছে ফিকে
অনুপ্রাস, দূরতম জীবনের পথে;
অবসাদ ফেলে এসে সুখ নিয়ে বলি
অনেক নিয়েছি পাঠÑ বাঁক-প্রতিবাঁক
সংশয়ী ডানা মেলে ত্রিবিধ উড়াল
পিপাসা-জলেই তবু তোমার নির্মাণ;
এখন ঠিকুজি নাচে বিমল আশ্বাসে
আলোক দ্যুতির চেয়ে বড় মায়া নেই।ঠিকুজি
যে-তল ঘুমিয়ে আছে পাথরের মতো
তার কাছেই চেয়েছি নির্মাণের জল
অনেক বচসা হলোÑ কোলাহল বেশ
বসন্তের কলরোলে বোধের বিস্তার;
অনিকেত স্বপ্নÑ যেন উপমায় ঠাসা
ভালোর অপেক্ষা চেয়ে যা-কিছু গীতল
বিস্মরণে ন্যুব্জ সব হয়ে গেছে ফিকে
অনুপ্রাস, দূরতম জীবনের পথে;
অবসাদ ফেলে এসে সুখ নিয়ে বলি
অনেক নিয়েছি পাঠÑ বাঁক-প্রতিবাঁক
সংশয়ী ডানা মেলে ত্রিবিধ উড়াল
পিপাসা-জলেই তবু তোমার নির্মাণ;
এখন ঠিকুজি নাচে বিমল আশ্বাসে
আলোক দ্যুতির চেয়ে বড় মায়া নেই।