আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভা আজ

রাজশাহী ব্যুরো
| নগর মহানগর

নগরজুড়ে ব্যানার-ফেস্টুন। তাতে শোভা পাচ্ছে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার ছবি। লাল পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। ওয়ার্কার্স পার্টির রাজশাহী বিভাগীয় জনসভা উপলক্ষে এত আয়োজন। আজ রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। জনসভায় বিভাগের আট জেলা থেকে যোগ দেবেন ওয়ার্কার্স পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী। তাদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন পার্টির কেন্দ্রীয় নেতারা।

ওয়ার্কার্স পার্টির জনসভা সফল করতে বেশ কিছু দিন ধরেই নগরীতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। মাইকিংয়ের পাশাপাশি পার্টির নেতাকর্মীরাও রাজশাহী মহানগরসহ গোটা জেলাজুড়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। বিভাগীয় জনসভায় দলটির পক্ষ থেকে কী বার্তা আসে সেটি জানার জন্য অপেক্ষা করছেন দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় জনসভা শুরু হবে। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ওয়ার্কার্স পার্টির সভাপতি এমপি রাশেদ খান মেনন। আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন পার্টির সাধারণ এমপি ফজলে হোসেন বাদশা। এছাড়াও পার্টির পলিট ব্যুরো সদস্য মোস্তফা লুৎফুল্লাহ এমপিসহ কেন্দ্রীয় অন্যান্য এবং স্থানীয় নেতারা বক্তব্য দেবেন। সভাপতিত্ব করবেন নগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু।