আজকের পত্রিকাআপনি দেখছেন ২৯-০২-২০২০ তারিখে পত্রিকা

ফেসবুকে স্ট্যাটাস দেখে সন্তান ফিরে পেলেন বাবা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
| দেশ

নুরুজ্জামান নামে ১১ বছরের শিশুকে বৃহস্পতিবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদি বাসস্ট্যান্ড এলাকায় এলোপাতাড়ি ঘুরতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে গজারিয়া থানার পুলিশ শিশুটিকে থানায় নিয়ে যায়। শিশুটি বাকপ্রতিবন্ধী হওয়ায় সে নাম-পরিচয় কিছুই বলতে পারছিল না। পরে স্থানীয় সাংবাদিক ও পুলিশের একাধিক সদস্য বাকপ্রতিবন্ধী শিশুটি খুঁজে পাওয়ার খবর ও ছবি ফেসবুকে শেয়ার করেন। ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলেটির অভিভাবকরা গজারিয়া থানায় ছুটে যান। ছেলেটির বাবা মোমেন মিয়া জানান, তার বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। 

এক দিন আগে তার এ ছেলে সেখান থেকে নিখোঁজ হয়। স্থানীয়ভাবে ছেলেটির সন্ধান পেতে চেষ্টা চালান তারা। অবশেষে ফেসবুকের কল্যাণে খবর পেয়ে তারা গজারিয়া থানায় এসে যোগাযোগ করেন। গজারিয়া থানার ওসি তদন্ত মামুন আল রশিদ জানান, উপযুক্ত প্রমাণ ও সাক্ষীদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া মেনে ছেলেটিকে তার অভিভাবকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।