সাবেক মেয়র কামরান সিএমএইচে ভর্তি

করোনায় আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরানকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করা হয়েছে। রবিবার (৭ জুন) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সিলেট মহানগর যুবলীগ নেতা ও বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের ঘনিষ্ঠ মেহেদী কাবুল জানান, ‘সাবেক এ মেয়রকে সিএমএইচ-এ নেয়া হয়েছে। সেখানকার চিকিৎসকরা তাকে প্লাজমা থেরাপি দেয়ার সিদ্ধান্ত দিয়েছেন বলে। তার অবস্থা আগের মতো রয়েছে বলে জানান তিনি।’

এর আগে আজ সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কামরানকে নিয়ে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে যাত্রা করে। কামরানের সঙ্গে রয়েছে তার বড় ছেলে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক আরমান আহমদ শিপলু, ছোট ভাই এনাম আহমদ এবং সিলেট শামসুদ্দিন হাসপাতালের একজন চিকিৎসক রয়েছেন। 

রবিবার বিকেলে শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, সাবেক এ মেয়রকে প্রচুর অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। আগে যেখানে তাকে ২ মিনিটে ২ লিটার অক্সিজেন দিতে হতো, বর্তমানে তাকে ৫ লিটার অক্সিজেন দিতে হচ্ছে। এভাবে কোনমতে, তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫% ধরে রাখা হচ্ছে। এছাড়া, এক্সরে রিপোর্টে তার ফুসফুসে শ্যাডো এসেছে বলে জানান তিনি। 

গত শুক্রবার (৫ জুন) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে কামরানের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিন রাত থেকে প্রথমে বাসায় আইসোলেশনে রাখা হলেও শনিবার (৬ জুন) সকালে বমি আর জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। তবে বমি ও জ্বর কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। রবিবার সকাল থেকে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। 

এদিকে তা স্ত্রী আসমা কামরান করোনা পজিটিভ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি সুস্থ আছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।


চট্টগ্রাম ও বরিশাল বিভাগে আজ
বাংলাদেশের দিকে মৌসুমি বায়ু আসতে ঘূর্ণিঝড় আম্পান ও নিসর্গে বাধা
বিস্তারিত
প্রিয় বাংলাদেশ, দেশে এসেছিলাম সবার
দেশের টানে ও দেশের মানুষকে ভালোবেসে করোনাভাইরাসের এই মহামারির সময়
বিস্তারিত
আবুল হাসানাত আব্দুল্লাহ’র স্ত্রী আর
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের
বিস্তারিত
পিটিয়ে কৃষক হত্যায় গোপালগঞ্জের সেই
কৃষক নিখিল তালুকদারকে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন কোটালিপাড়া থানা
বিস্তারিত
হেলিকপ্টারে ঢাকায় এনেও বাঁচানো গেল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাবেক ব্যক্তিগত সহকারী
বিস্তারিত
গফরগাঁওয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা এলাকায় টয়লেটের সেপটিক ট্যাংকিতে কাজ করতে
বিস্তারিত