আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
| দেশ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের স্টাফদের ভারতে প্রবেশ করতে না দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টের কর্মচারী আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে মালামাল রপ্তানির জন্য কাগজপত্র নিয়ে পেট্রাপোল বন্দরে প্রবেশ করতে গেলে হঠাৎ করে বিএসএফের বাধার মুখে পড়ি। যে কারণে মুহূর্তের মধ্যে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান স্বজন জানান, বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে কী কারণে তারা স্টাফদের ভারতে প্রবেশ করতে দিচ্ছে না তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। তারা ভারতীয় কাস্টমসের সঙ্গে যোগাযোগ চালাচ্ছে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার (ট্রাফিক) জানান, সকাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিঅ্যান্ডএফ কর্মচারীদের পেট্রাপোল বন্দরে ঢুকতে না দেওয়ায় সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারীরা যাতে তাড়াতাড়ি ভারতে প্রবেশ করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে।