আজকের পত্রিকাআপনি দেখছেন ২৭-০২-২০২০ তারিখে পত্রিকা

শেরপুরে জমে উঠেছে বইমেলা

শেরপুর প্রতিনিধি
| দেশ

শেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী বইমেলা ২১ ফেব্রুয়ারি শহরের ডিসি উদ্যান চত্বরে শুরু হয়েছে। প্রথম দিন থেকে শুরু করে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে জমে উঠেছে বইমেলা। এবারের বইমেলায় শেরপুরের ২০ জন কবি-লেখকের প্রায় ৫০টি বই প্রকাশিত হয়েছে। এবারের বইমেলায় কবি-লেখক-ছড়াকার মোস্তাফিজুল হকের একক-যৌথ মিলে সর্বোচ্চ ১৫টি বই প্রকাশিত হয়েছে। কবি-লেখক-ছড়াকার মহিউদ্দিন বিন্ জোবায়েদের ৫টি একক কাব্যগ্রন্থ এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। 

মেলার সমাপনী দিনে সেরা স্টল ও অংশগ্রহণকারী বই ব্যবসায়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।