ভারতের রাজস্থান রাজ্যের বুন্দি জেলায় বরযাত্রী নিয়ে একটি বাস নদীতে পড়ে গিয়ে কমপক্ষে ২৪ জন মারা গেছেন। এতে আহত হন আরও কয়েকজন। জানা গেছে, লাখেরি শহরের ওপর দিয়ে যাচ্ছিল বরযাত্রীবাহী বাসটি। এতে ছিলেন ৩০ যাত্রী। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি সেতুর ওপর থেকে সোজা গিয়ে পড়ে নদীতে। ওই সেতুতে কোনো রেলিং ছিল না বলে পুলিশ জানিয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে লাখেরি সরকারি হাসপাতালে এবং পরে গুরুতর আঘাতপ্রাপ্তদের কোটা সরকারি হাসপাতালে নেওয়া হয়। মৃতদের মধ্যে ১১ পুরুষ, ১০ নারী ও তিন শিশু রয়েছেন বলে জানা গেছে।