উন্নয়ন মেলা শেষে নকলায় পুরষ্কার বিতরণ

সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরতে সারা দেশের ন্যায় শেরপুর জেলার নকলা উপজেলায় ৩ দিনব্যাপি (৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে ৬ অক্টোবর শনিবার) পর্যন্ত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়েছে। ৬ অক্টোবর শেষ বিকালে পুরষ্কার ও শুভেচ্ছা স্মারক প্রদান এবং রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সমাপণী করা হয়।

সেরাস্টলের দপ্তর প্রধানদের হাতে পুরষ্কার এবং অংশ গ্রহণকারী ও বিভিন্ন পেশাশ্রেণির সুশীল সমাজের নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়ার সভাপতিত্বে পুরষ্কার ও শুভেচ্ছা স্মারক বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ ও ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক ও শেরপুর জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, বিএডিসি হিমাগারের উপ-পরিচালক (টিসি) রফিকুল ইসলাম, স্থানীয় সরকার প্রৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী বিভূতি মোহন পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রশিদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া, ডিবেটিং সোসাইটির সভাপতি আলমগীর আজাদ ও সাধারন সম্পাদক মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও রেজাউল করিম রিপনসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-উদ্যেক্তা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত মুক্তিযোদ্ধাগন, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও তার অঙ্গসংগঠনের নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যাংক-বীমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শ্রেণির জনপ্রতিনিধি, স্থানীয় সংবাদিকসহ অন্যান্য পেশাশ্রেণির জনগন এবং মেলায় অংশগ্রহণকারী ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলার ৪০টি স্টলের মধ্যে উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রতীকীরূপে তুলে ধরার শীর্ষ ও বিচারকদের অন্যান্য বিবেচনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস প্রথম স্থান, কৃষি অফিস ও বিএডিসি অফিসের যৌথ ব্যবস্থাপনায় সাজানো স্টল দ্বিতীয় এবং স্থানীয় সরকার প্রোকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশল অফিস তৃতীয় স্থান অধিকার করে। সেইসব অফিসের কর্মকর্তাদের হাতে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

তাছাড়া, একক ও যৌথভাবে অংশ গ্রহণকারীসহ ৪০টি স্টলের সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের হাতে ৪৪টি এবং উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, একজন সহ-সভাপতি, জেলা পরিষদের এক সদস্য, নকলা থানার ওসি, শিল্পকলা একাডেমি, মেহেদী ডাঙ্গা খেলাঘর ও সাংবাদিকসহ আরও ১১টিসহ মোট ৫৫টি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


আত্মসমর্পণের আহ্বানে ‌‘সাড়া দিচ্ছে না
নরসিংদীর মাধবদী পৌরসভার ছোট গদাইরচর গাঙপাড় এলাকার আফজাল হাজির ‘নিলুফা
বিস্তারিত
আত্মতুষ্টি মানেই পতন: প্রধানমন্ত্রী শেখ
আত্মতুষ্টিতে না ভুগে নেতা-কর্মীদের সদা সর্তক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
বিস্তারিত
জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বিস্তারিত
দুর্নীতিবাজরা এক হয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুক্তফ্রন্টের নামে দুর্নীতিবাজরা এক হয়েছে। তবে
বিস্তারিত
১ম ও ২য় শ্রেণির চাকরিতে
প্রথম ও দ্বিতীয় শ্রেণির (৯ম থেকে ১৩তম গ্রেডে চাকরির ক্ষেত্রে)
বিস্তারিত
শহিদুলের ডিভিশন আদেশ বহাল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার দৃক গ্যালারির
বিস্তারিত