
সবুজ পৃথিবী গড়ার প্রচেষ্টায় একাত্মবোধ ঘোষণা করে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ। এ বছর প্রায় এক লাখের অধিক চারাগাছ বিতরণ করা হয়। এরই ধারাবাহিকতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে চারাগাছ বিতরণ করা হবে। এতে সার্বিক আয়োজনে রয়েছে দেশ গড়ার কাজে নিবেদিত সংগঠন আলোকিত বন্ধু ফোরাম। মাদক, জঙ্গিবাদ ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমাদের ছুটে চলা নিরন্তর।