ফের খবরের শিরোনাম হলেন সময়ের সঙ্গে আলোচনার শীর্ষে থাকা অভিনেতা ও মডেল হিরো আলম। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে ‘কোটি টাকা’ মূল্যের চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
সামাজিকমাধ্যম ফেসবুকে চলচ্চিত্র-টিভি নাট্য ব্যক্তিত্ব, সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়ের এক লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান। বিভিন্ন কথা-বার্তার এক পর্যায়ে মিশা সওদাগরকে উদ্দেশ্য করে জয় প্রশ্ন করেন- হিরো আলম চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য কিনা?
প্রশ্নের উত্তরে মিশা বলেন, ‘হ্যা, তিনি সদস্য। আজীবন সদস্য।’ লাইভে স্পষ্টত বোঝা যাচ্ছিল মিশা সওদাগর প্রশ্নটি বুঝতে পারেননি। এ সময় জায়েদ খান অপর প্রান্ত থেকে বলে ওঠেন- ‘না না না, ভুল আছে, ভুল আছে। এটা আমাদের আলম ভাই না। হিরো আলমগীর না। ওই যে একটা ছেলে আছে না মিউজিক ভিডিও বানায়, ইউটিউবে ছাড়ে- সেই হিরো আলম।’
এ সময় মিশা বলেন, ‘কোন আলম? কার কথা বলেছে?’ জায়েদ বলেন, ‘হিরো আলম। আমরা কোনো হিরো আলমকে চিনি না। সে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য না। হিরো আলম নামে আমরা কাউকে আমরা চিনি না। আমরা হিরো বুঝি ফারুক, হিরো বুঝি আলমগীর। আলম নামে হিরো একজনই আছেন। তিনি আলমগীর।’
এমন তাচ্ছিল্যের প্রতিবাদে ফেসবুকেই একটি প্রতিবাদ ভিডিও পোস্ট করেছেন হিরো আলম। এতে তিনি বলেছেন, ‘জায়েদ খান ভাই আপনি আমাকে অপমান করে বলেছেন, হিরো আলম নামের কাউকে চেনেন না। আমাকে ইগনোর করে কথাটা বলেছেন না? আপনি জায়েদ খান এক পাশে দাঁড়াবেন আর আমি হিরো আলম আরেক পাশে দাঁড়াবো; দেখি কার জনপ্রিয়তা বেশি। আপনাদের এমন অহংকারী আচরণের জন্য আজ বাংলাদেশ চলচ্চিত্র ধ্বংসের পথে। আর এজন্যই অনেক শিল্পী আপনাদের পছন্দ করেন না।’
কিছু গানের দৃশ্যে অভিনয় করে প্রথম আলোচনায় আসেন হিরো আলম। গত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীতা করেও ব্যাপক আলোচনার জন্ম দেন। অসংখ্য মিউজিক ভিডিওর পাশাপাশি তিনি দুটি সিনেমাতে কাজ করেছেন। তার অভিনীত প্রথম সিনেমা ‘মার ছক্কা’। দ্বিতীয় সিনেমা ‘সাহসী হিরো আলম’ এখন মুক্তির অপেক্ষায়।