একজন নারী যখন মা হন, তখন একজন পুরুষও বাবা হন। বাবা হওয়ার জন্য নারীদের ভূমিকা ভুলে গেলে চলবে না। এ সময়টা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। তাই সন্তানসম্ভবা নারীর প্রতি সহকর্মীদের একটু সহানুভূতিশীল হতে হবে।
এ সময়টায় যদি আমরা সহানুভূতিশীল না হই, তাহলে নারীর ক্ষমতায়ন বাধাগ্রস্ত হবে। এ আশঙ্কা প্রকাশ করেছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।
রোববার (১৫ অক্টোবর) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে ‘কর্মক্ষেত্রে নারীর চ্যালেঞ্জ ও উত্তোরণের উপায়’ শীর্ষক এক কর্মালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. শাহনাজ হুদা। বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব সুরাইয়া বেগম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ঢাকা-৫ এর সিনিয়র সেশন জর্জ তানজিলা ইসলাম প্রমুখ।