
বাংলাদেশের উদীয়মান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ড. কৌশিক বসু। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ হচ্ছে এশিয়ান টাইগার।
সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বেসরকারি খাত উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক এক আর্ন্তজাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিয়ার রহমান।
কৌশিক বসু বলেন, বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, যা অন্যান্য দেশের অনুসরণ করার মতো। একই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি এশিয়ার নেতৃত্ব প্রদানকারী দেশগুলোর মধ্যে অন্যতম। এ দেশের উন্নয়ন শুধু এ দেশের উন্নয়ন নয়, এ উন্নয়ন সারা বিশ্বে প্রভাব ফেলে।
তিনি বলেন, শুধু ভালো নীতি একটি অর্থনীতিকে এগিয়ে নিতে পারে না। এর জন্য নীতি প্রণয়নের পাশাপাশি তদারকি ব্যবস্থারও উন্নয়ন করা জরুরি। একই সঙ্গে সামাজিক, রাজনৈতিক ও মানসিক অবস্থার পরিবর্তন ঘটালেই অর্থনীতি শক্তিশালী অবস্থানে দাঁড়াবে।