অর্থনৈতিক উন্নয়নে একটি ব্যাংকিং জাতি গড়ার প্রত্যেয়ে শেষ হলো পাচঁ দিনব্যাপী ব্যাংকিং মেলা। গত ২৪ নভেম্বর রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হওয়া ব্যাংকিং মেলা শেষ হলো শনিবার।
সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
প্রধান অতিথির ভাষণে আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে ঋণের সুদের হার ১০ শতাংশের বেশি। যার কারণে দেশে বিনিয়োগ বাড়ছে না।
তিনি বলেন, সুদের হার না কমলে মানুষের পক্ষে ব্যবসা করাটা কঠিন। আমাদের এখানে এসএমই খাতে বর্তমানে উচ্চ সুদের হার রয়েছে। এত বেশি সুদ দিয়ে ব্যবসা করাটা কঠিন। এই কারণে ১০ শতাংশের কম হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এই সময় ব্যাংক মালিকদের উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, ব্যাংকের উচিত শুধু মুনাফা করা নয়, মানুষের সেবা করাও। ব্যাংক মালিকদের উচিত সিএসআর কার্যক্রমে আরও বেশি অংশগ্রহণ করা।
বিশেষ অতিথির ভাষণে ড. আতিউর রহমান বলেন “একটি ব্যাংকিং জাতি গড়ার যে প্রত্যয় নিয়ে এই মেলা আয়োজন করা হয়েছিল তা সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ নিল। মেলায় আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। তাই আমি খুবই আনন্দিত, মুগ্ধ ও গর্বিত। বছরের এই সময় বা বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর ব্যাংকিং মেলা আয়োজন করতে চাই।”
অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর আবু হেনা মুহা. রাজী হাসান, মেলার প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল প্রমুখ বক্তব্য দেন।
বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও আর্থিক সেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মিলে ৮০টি স্টল ছিল মেলায়।
এসব স্টল থেকেই আর্থিক পণ্য ও সেবা সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা দেওয়া হয়েছে। জবাব দেওয়া হয়েছে তাদের নানা জিজ্ঞাসার।
২০ ওষুধ কোম্পানির লাইসেন্স বাতিল
মানসম্পন্ন ওষুধ উৎপাদনে চূড়ান্তভাবে ব্যর্থ হওয়া ২০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের
বিস্তারিত
বিস্তারিত
নির্মাণ ও কাঠ শিল্পের আন্তর্জাতিক
আধুনিক নির্মাণ অবকাঠামো ও কাঠ শিল্পের নতুন আবিষ্কার, প্রযুক্তি ও
বিস্তারিত
বিস্তারিত
ডিএমপিকে ৩টি গাড়ি দিল ইসলামী
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জননিরাপত্তায় ব্যবহারের জন্য ডিএমপিকে ৩টি
বিস্তারিত
বিস্তারিত
ব্যবসায়িক ব্যক্তিত্ব হয়ে ওঠা বিষয়ক
ব্যবসায়িক ব্যক্তিত্ব হয়ে ওঠা (আত্মকর্মসংস্থান ও উদ্যোগের মাধ্যমে) শীর্ষক একটি
বিস্তারিত
বিস্তারিত
১৬টি বৈশিষ্ট্যে বুঝে নিন আপনি
আপনি হয়তো কোনো অফিসের বা বিভাগের বস। নিজেকে কখনো প্রশ্ন
বিস্তারিত
বিস্তারিত
বাংলাদেশের অর্থনীতির প্রশংসায় কৌশিক বসু
বাংলাদেশের উদীয়মান অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট
বিস্তারিত
বিস্তারিত