পেটে অসহ্য ব্যথা। সন্দেহ হওয়ায় এক্স-রে করে দেখতে বলেন চিকিত্সক। তবে এক্স-রে’র ছবি হাতে পেয়ে চোখ কপালে ওঠে চিকিত্সকদের। পেটের ভেতরে গিজগিজ করছে পেন, ব্লেড ও তারের টুকরো। এরপর দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা। অপারেশন শেষে পেট থেকে বের হয় ৩৩টি ধারালো বস্তু।
সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশের ইশানগরে এ ঘটনাটি ঘটেছে। অপারেশন শেষে এখন সুস্থ আছেন যোগেশ (৩০) নামের ওই ব্যক্তি।
ডেইলি মেইলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছোট থেকেই পেন, ব্লেড, তার ইত্যাদি গিলে খাওয়ার অভ্যাস ছিল যোগেশের। ফলে পেটে থাকা এসব জিনিসের ব্যথায় অস্থির হয়ে ওঠেন তিনি। শেষমেশ থাকতে না পেরে গত ১৪ জুলাই হাসপাতালে ভর্তি হয় যোগেশ। আর এরপরই বিষয়টি ধরা পড়ে চিকিৎসকদের কাছে।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা অপারেশনের পরে পেট থেকে বের হয় এসব বস্তু। চিকিত্সকরা জানান, আপাতত সুস্থ আছেন যোগেশ। তবে আরও কয়েক দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন তারা।