যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ইউটাতে বাড়ির ফ্রিজে লুকিয়ে রাখা পল এডোয়ার্ড ম্যাথার্সের নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সর্বনিম্ন দেড় বছর বা সর্ব্বোচ্চ ১১ বছর সময়কালের মধ্যে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গত মঙ্গলবার নিয়মিত সমাজকল্যাণমূলক পরিদর্শনের অংশ হিসেবে টুয়েলো শহরে ৭৫ বয়সী বৃদ্ধা জিন স্যুরন-ম্যাথার্সের অ্যাপার্টমেন্টে যান কর্মীরা। এর আগে দুই সপ্তাহ ধরে ওই বৃদ্ধার কোনো দেখা সাক্ষাৎ মিলছিল না বলে জানান ভবনের এক তদারককারী।
পরে অ্যাপার্টমেন্টে গিয়ে বিছানার ওপর জিন স্যুরন-ম্যাথার্সের মরদেহ পাওয়া যায়। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কিন্তু চমকে যাওয়ার মতো ঘটনা ঘটে এর পরে। অক্ষত অবস্থায় বাড়ির ডিপফ্রিজে খুঁজে পাওয়া যায় ওই বৃদ্ধার স্বামী ৬৯ বছর বয়সী পল এডোয়ার্ড ম্যাথার্সের মরদেহ। কিন্তু এর সঙ্গে স্ত্রী জিন স্যুরন-ম্যাথার্স জড়িত কিনা তা স্পষ্ট নয়।
এ ঘটনার রহস্য উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।