
সময়ের দাবির কারণে কিছুটা পরিবর্তন এলেও এখনো দেখা যায় যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সন্তানরা বেশিরভাগই মায়ের সাথে যতটা সহজ, বাবার সাথে তেমনটা নয়। সন্তানের সাথে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা আবশ্যক।
সন্তান জন্ম দেয়ার পর লালন-পালনের দায়িত্ব শুধু মায়েরে একা নয়।বাবাদেরও রয়েছে অনেক দায়িত্ব। তাই বাবাও সন্তানের জন্য কিছুটা সময় বের করে সন্তানের সাথে থাকুন। জার্মানিতে অনেক বাবাকেই দেখা যায় ছুটির দিনে সন্তানকে নিয়ে পার্কে, মিউজিয়ামে বা অন্য কোথাও ঘুরতে যেতে৷ এর মাধ্যমে বাবার সাথে সন্তানের গড়ে ওঠে ঘনিষ্ঠতা৷