
৮ অক্টোবর ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের চাকরির সুযোগ তৈরির উদ্দেশ্যে এবং আত্মোন্নয়নের লক্ষ্যে ঔড়ন চষধপবসবহঃ ঈবষষ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বাংলাদেশের প্রথম জব পোর্টাল ঝশরষষ.লড়নং এর সহায়তায় জবপ্রত্যাশীরা পাবেন তাদের কাক্সিক্ষত জব এবং জবদাতারা পাবেন তাদের প্রত্যাশিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এছাড়াও চলমান শিক্ষার্থীদের জন্য থাকছে পার্টটাইম ও ভলেন্টিয়ার জবের সুবিধা। ঔড়ন চষধপবসবহঃ ঈবষষ এবং ঝশরষষ.লড়নং এ শিক্ষার্থীরা তাদের সিভি পাঠিয়ে পেয়ে যেতে পারেন তাদের কাক্সিক্ষত জব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান। উপস্থিত ছিলেন কেএম হাসান রিপন, উপদেষ্টা, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার মো. আজহারুল ইসলাম অধ্যক্ষ, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, অপারেশনাল ম্যানেজার ঝশরষষ.লড়নং আবদুল্লাহ আল মামুন বাদশা। উদ্বোধনী অনুষ্ঠানে ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি