
‘এক টুকরো হাসি’ মূলত একটি পরিবার। যে পরিবারটি বিভিন্ন স্থান থেকে একযোগে কাজ করে যাচ্ছে পথশিশুদের মুখে একমুঠো খাবার তুলে দিতে, ছিন্নমূল শিশুদের মুখে এক চিলতে হাসি ফোটাতে।
আমাদের দেশে এখনও অনেক পথশিশু আছে, যারা ঠিকমতো তিনবেলা খাবার জোটাতে পারে না। একমুঠো খাবারের জন্য হাহাকার করে যেসব পথশিশু তাদের পাশে দাঁড়ানো ও শিক্ষা বিস্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘এক টুকরো হাসি’ পরিবারটি। তারই ধারাবাহিকতায় ৬ অক্টোবর পরিবারটি পথশিশুদের নিয়ে আয়োজন করে ‘জিটুজি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’। সকাল ১০টায় এ অনুষ্ঠানটি সিলেটের মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুল রহমান। জেলা পুলিশ সুপারসহ অনেক সম্মানিত ব্যক্তি উপস্থিত হয়ে সমাজের বঞ্চিত এ শিশুদের হাতে খাদ্যদ্রব্য ও উপহারসামগ্রী তুলে দেন।
স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গঠিত সেবামূলক এ প্রতিষ্ঠানের প্রায় সব সদস্যই শিক্ষার্থী। পরিবারটি গঠিত হয় বর্তমানের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের মাধ্যমে। যেখানে একটি গ্রুপ খুলে নাম দেওয়া হয় ‘এক টুকরো হাসি’। আর উদ্যমী এসব তরুণপ্রাণকে নিয়ে এ পরিবার গঠনের স্বপ্নদ্রষ্টা প্রবাসী তাঞ্জিত আরবি। যিনি মাতৃভূমি থেকে হাজার মাইল দূরে থেকেও পথশিশুদের কল্যাণে প্রতিনিয়ন কাজ করে যাচ্ছেন।