‘ট্রেনিং দ্য ট্রেইনার্স’ কর্মসূচিতে কানাডার অভিজ্ঞতা

একজন উচ্চ-আশাবাদী মানুষ হিসেবে জ্ঞান ও দক্ষতা অর্জনের জন্য পৃথিবীব্যাপী ঘুরে বেড়ানোই আমার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ ফেলি এ বছরের সেপ্টেম্বরে। ওহ! বলাই তো হয়নি আমার নাম। আমি রেহনুমা ইসলাম মীম। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে লেকচারার হিসেবে কাজ করছি। বলছিলাম, ওই সেপ্টেম্বরে আমি কানাডার মন্ট্রিলে যাই ‘ট্রেনিং দ্য ট্রেইনার্স’ নামের একটি কর্মসূচিতে অংশ নিতে, যার আয়োজক ছিল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজনেস স্কুল ‘এইচইসি মন্ট্রিল’।
শিক্ষার্থী বয়স থেকেই আমি আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও বিভিন্ন সেক্টরে কাজ করেছি। কারণ আমার ছিল জ্ঞানার্জনের অসম্ভব উচ্চাশা। এ রকম সময়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে বলা হয় কানাডার এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে। প্রশিক্ষণটা ছিল সোশ্যাল বিজনেস ক্রিয়েশন (এসবিসি) প্রতিযোগিতার একটি অংশ। প্রতিযোগিতাটি চলত ছয় মাস ধরে এবং এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের শেখানো হয় কীভাবে ব্যবসায় পরিকল্পনা করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, যার মধ্যে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘মেডিশিউর’ দল। বলা প্রয়োজন, ওই দলের মেনটরিংয়ের দায়িত্বে ছিলাম আমি।
এরপর এক রৌদ্রোজ্জ্বল দিনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিস থেকে আমাকে জানানো হলো, তারা আমাকে মন্ট্রিলের এ ট্রেনিংয়ে পাঠাতে চান। খবরটি শোনার পর আমার চোখে আনন্দে পানি চলে এসেছিল। নতুন দেশ, নতুন সংস্কৃতি, নতুন জ্ঞান ও অভিজ্ঞা অর্জন করতে পারব। এমন সুযোগ আর কয়জনের ভাগ্যে জোটে!
মন্ট্রিলের এ ভ্রমণ ছিল আমার জীবনের প্রথম ‘একাকী ভ্রমণ’। স্বাভাবিকভাবেই আমি একটু নার্ভাস ছিলাম। কিন্তু যখন প্লেনে উঠলাম, তখন সব উদ্বেগ এক মুহূর্তে উত্তেজনায় পরিণত হয়ে গেল। মন্ট্রিলে পৌঁছার পর এসবিসির প্রধান এবং সহযোগী অধ্যাপক মিস মাই থাই থান থাই আমাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
কানাডায় প্রথম যে সমস্যার মুখোমুখি হলাম সেটার নাম সড়ক নির্দেশনা। কারণ বেশিরভাগ নির্দেশনা ছিল ফরাসি ভাষায় লেখা। নির্দেশনা না বুঝতে পেরে একবার তো হারিয়েই গিয়েছিলাম! পরে এক ভদ্রমহিলা আমাকে বিপদ থেকে উদ্ধার করেন। আমি ভীষণ আশ্চর্য হয়েছিলাম, কারণ আমি তার কাছে কোনো সাহায্য চাইনি। তিনি আমাকে দেখেই হয়তো বুঝতে পেরেছিলেন, আমি পথ হারিয়ে ফেলেছি। তাই কোনোকিছু জিজ্ঞেস না করেই আমাকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছিলেন।
এরই মধ্যে আমার প্রশিক্ষণ শুরু হয়ে যায়। এটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। ক্লাস, প্রশিক্ষণ সবকিছুই ছিল অতিমাত্রায় পরিকল্পিত। শিক্ষকরা ছিলেন সময়ের ব্যাপারে খুবই সচেতন এবং অসম্ভব রকমের সহযোগিতাপরায়ণ।
প্রশিক্ষণের অংশ হিসেবে আমি বেশ কয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের সুযোগ পেয়েছিলাম। আমাদের ‘ইয়ং প্রজেক্ট’, ‘পপাপ ক্যাম্প’, ‘লা স্টেশন এফ-এমআর’ ইত্যাদি ঘুরে দেখানো হয়। সবচেয়ে বেশি মুগ্ধ হয়েছি ‘কোয়া ভাদিস’ দেখে। এটি একটি আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটি সামাজিক ব্যবসার নীতিমালা অনুসরণ করে থাকে। আমি কখনও কল্পনাও করিনি, একটি রিয়েল এস্টেট কোম্পানি সামাজিক ব্যবসায় পরিণত হতে পারে। এরপর আমাকে বিস্মিত করেছে যে বিষয়টি, সেটি হচ্ছে প্রতিষ্ঠানটির মালিক একজন নারী। তার নাম নাটালি ভোল্যান্ড। এসব জানার ও দেখার পর আমার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে গেছে।
আমি সত্যিই খুব সৌভাগ্যবান যে, মেক্সিকান অধ্যাপক জর্জ, গ্রেসিলা, ক্লাউডিয়া, ভেরনিক ও এস্তারের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছিলাম এবং তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পেরেছিলাম। 
প্রশিক্ষণের ব্যস্ত কর্মসূচির মাঝেও আমি কিছু সময় বের করে নায়াগ্রা জলপ্রপাত দেখতে গিয়েছিলাম। সে এক অসম্ভব সুন্দর দৃশ্য। ভাষায় প্রকাশ করার সাধ্য নেই। যদি কেউ কানাডা যান, আমি বলব তিনি যেন নায়াগ্রা জলপ্রপাত না দেখে ফিরে না আসেন। আমি আরও বলব, নায়াগ্রা জলপ্রপাতের নিচে ‘হর্নব্লোয়ার’ নামের ফেরিতে ভ্রমণ করতে। নিঃসন্দেহে এটি এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।
আমি যেহেতু গিয়েছিলাম মধ্য সেপ্টেম্বরে, সুতরাং আবহাওয়া ছিল নাতিশীতোষ্ণ। চমৎকার প্রাকৃতিক পরিবেশ। খাবারগুলোও ছিল চমৎকার। ‘পৌতিন’ তাদের এক ঐতিহ্যবাহী খাবারের নাম। স্বাদটা এখনও জিভে লেগে আছে। 
কানাডার এ ভ্রমণের প্রতিটি পর্যায়, প্রতিটি ধাপ ছিল ভীষণ রোমাঞ্চকর। অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি। আমি বলব, আমার জীবনের এক অমূল্য অভিজ্ঞতা এটি। এখন আমি আগের তুলনায় অনেক বেশি কাজ করতে পারি। ভবিষ্যতের দিকে দৃষ্টি নিবদ্ধ করতে পারি এবং নতুন কিছু শেখার সুযোগের সন্ধানে থাকি। এখন আমি বুঝতে পারি, সুযোগ খুব বেশি দূরে থাকে না।

রেহনুমা ইসলাম মীম
প্রভাষক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি


আন্তর্জাতিক প্রশিক্ষণ পেলেন ৯০ প্রাণী
পোলট্র্রির বিজ্ঞানসম্মত স্বাস্থ্য ব্যবস্থাপনা, সঠিকভাবে রোগবালাই নির্ণয়, চিকিৎসা এবং রোগ
বিস্তারিত
সবার উপরে বাবা-মা
যে-কোনো মানুষের গায়ে হাত তোলাই অপরাধ। আর সন্তান হয়ে বাবা-মায়ের
বিস্তারিত
স্মৃতির মানসপটে যুক্তরাজ্য সফর
বিদেশে যাওয়ার অভিজ্ঞতা হয়তো অনেকেরই হয়ে থাকে। তবে কলেজের প্রতিনিধি,
বিস্তারিত
ব্যবসার ধারণা : গড়তে চাইলে
নিজের পায়ে দাঁড়াতে হলে আপনাকে উদ্যোগী হতে হবে। আর উদ্যোক্তা
বিস্তারিত
৭৫ শতাংশ বৃত্তিতে আইটি ও
বিভিন্ন কারণে যারা আইটিতে দক্ষতা উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত তাদের
বিস্তারিত
লক্ষ্য যখন কৃষি বিশ্ববিদ্যালয়
ক্রমবর্ধমান জনসংখ্যার বিপরীতে ক্রমাগত উর্বরা জমির পরিমাণ কমছে। জনসংখ্যার এ
বিস্তারিত