মা আমার মা

হৃদয় আকুল, করে যে ব্যাকুল সে আমার মা,
শতো মমতা কতো সতেজতা সবই আমার মা !!

পরম আদর করে যে কদর সেই তো আমার মা, 
চাঁদের জ্যোতি জোছনা তিথি ছড়ায় আমার মা !!

বরষার জল মনে শান্তি বল দেয় যে আমার মা,
আদর মমতা নীতি ও সততা শেখায় আমার মা !!

কতো যে সরস শক্তি সাহস যোগায় আমার মা,
ফুলের সৌরভ আমার গৌরব সবই আমার মা !!

মায়ের হাসি বড়ো ভালোবাসি মা যে শুধুই মা, 
মা নেই যার পৃথিবী আঁধার বুঝে সে নেই যার মা !!

শান্তি পাই খুঁজে চোখ দু'টি বুজে অসুস্থতায় ডাকি মা ,
মাগো মা মধুর ডাকটি মা তুমি আবেগ আদরে মা !!


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত