
আমার গাঁয়ে শরৎ আসে
শিউলি ও কাশ মুচকি হাসে
আমার গাঁয়ে বারো রকম
পরিবেশ হয় বারো মাসে,
কিন্তু শরৎ একটু যেনো
হয় আলাদা সবার থেকে
সাদা ফুলের সাদা আলো
নতুনভাবে জাগায় ডেকে,
হালকা শিশির একটুকু শীত
সবুজ ধানে থোরের পিরিত
প্রকৃতিতে তাজা সুবাস
ভালোলাগা প্রাণে,
শরৎ রানী বাংলা মাকে
ভালোবাসতে জানে।