গুটিবেঁধে মেঘ এলো যেই
ডানপিটের হৈচৈ
কাদামাটির মাঠখান আজ
করছে যে টই টই।
চালতা ফুলের মিষ্টি বোঁটায়
মনটা উড়ে যায়
নতুন আলোয় রাঙা হাসি
পাপড়ি মেলে চায়।
পক্ষী ওড়ে উড়াল পাখায়
উধাও হলো ঝড়
বালিহাঁসে বাড়ল হঠাৎ
সোনাইবাধা চর।
ধানের খেতে উঠল ভেসে
সবুজ রঙের ঘাস
হঠাৎ হাওয়ায় উড়াল দিল
বিষ্টি-মেঘের মাস।
এবার ঋতু স্বপ্ন দেখায়
অন্য ঋতুর মাঝে
একেক ঋতু একেক সময়
রানির মতো সাজে।