কাশফুল দুল যেন প্রকৃতি মাঝে,
নদীকূলে ঝুলে থাকে অপরূপা সাজে।
সাদা সাদা ধাঁধা নিয়ে প্রিয় কারুকাজে
বাতাসের পরশেই নুয়ে পড়ে লাজে।
শরতের কাশফুলে দোল খায় গা যে,
চোখ জুড়ে যায় আর মন কাড়ে তা যে।
মাঝিরাও কণ্ঠেই সুরে গান ভাজে,
বৈঠার ঘূর্ণিতে ছুটে চলে না-যে।
শৈশবে ফিরে যেতে গতি খোঁজে পা যে,
কাজ ফেলে মেতে থাকা মন চায় আজ-এ।