ঘরে থাকো ঘরে
ঘরে আছি-
ঘরে
ঘরে থাকো-
ঘরে।
ঘরে থাকি-
যদি
ভালো থাকা-
হবে।
বেঁচে থাকি
যদি
দেখা হবে
তবে।
প্রলয়ের পরে
নব ভ’বলয়ে।
মানচিত্র ছেড়া পৃথিবী
এই কিছুটা সময় না হয় জিরিয়ে নিও মৃত্যু
চিলেকোঠার কেমন অনাগত বৈশাখ ভয়
ভাড়াটে ঘরের মুখে শহর পালানো গল্প
অশনি আল্পনা দাগ পুরানো চাঁদ গতরে
ঝুলে চৈত্রসংক্রান্তি অসমাপিত গণিত।
এতটা খেয়াল নেই ইলিশ জীবনী আর
সভ্যতার ঘরে ঘরে অবরুদ্ধ কারাগার।
ব্যোমচিরে শুভ পত্র হাতে-
এসো হে বৈশাখ
দেখ মানচিত্র ছিড়ে পৃথিবীটা একাকার
ক্লান্ত গোরখোদকের ঘামনদী উপখ্যান
যমদূত আর নয়, একটু না হয় অবসর।