আষাঢ়ের কদমফুল

আষাঢ় মাসে বরষা আসে হাসছে কদমফুলে ,
চমক আনে বাদলও দিনে ঝুমকাে লতা দোলে ॥

বৃষ্টি ঝরে অঝোর ধারায় ভাসায় বানের জলে,
বর্ষায় আসে আষাঢ়-শ্রাবণ বন্যা ভাসায় ঢলে ॥

মঁ মঁ গন্ধে বাতাসের সাথে কদমফুলেরা দোলে, 
বৃষ্টিভেজা হাওয়ায় মাতাল সুবাসিত কদমফুলে !!

টিনের চালে রিমঝিমঝিম সুর লহরি বাজে 
ছন্দ মিলায় নৃত্যের তালে পদ্ম দিঘীর মাঝে !!

কিঙ্কিণী পায়ে ঝুমুর তালেমআলতা রাঙা পায়ে
বায়ূ বয়ে যায় শন্ শনা শন্ গাছের পাতার গায়ে !!

কুমারী ভোর রেশমি রঙে কাঁচাসোনা রোদে হাসে,
প্রজাপতি আঁকে ডানায় ছবি রঙের ছোয়ায় ভাসে !!

আষাঢ়ে বরষায় কদম ভিজে সুবাস ছড়িয়ে নাচে,
কাঁচা হলুদ সর্ব অঙ্গে মেখে আষাঢ়ের কদম বাঁচে !!


এনাম রাজুর তিনটি কবিতা
এনাম রাজুর তিনটি কবিতা এক যদি পূর্ণবার ঘর থেকে বের হয়ে দেখি
বিস্তারিত
ফখরুল হাসানের দুটি কবিতা
ফখরুল হাসানের দুটি কবিতা  জানালাহীন মাটির ঘর জগৎখ্যাত সার্চ লাইট দিয়ে খুঁজে
বিস্তারিত
ধৈর্যের ফল
ফারুক হোসেন নীরব নিস্তব্ধ রাত। বাতাস বইছিল ঝিরি ঝিরি।
বিস্তারিত
একটি মানবিক আবেদন
    কবি জাহাঙ্গীর কবির গানের কলি দিয়েই বলি  “মানুষ মানুষের
বিস্তারিত
'তবু আমারে দেব না ভুলিতে'
'আমি চিরতরে দূরে চলে যাব/তবু আমারে দেব না ভুলিতে'- লিখেছিলেন
বিস্তারিত
আমাদের চলচ্চিত্রে একজন জহির রায়হান
জহির রায়হান। একাধারে একজন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী, মুক্তিযোদ্ধা। আরও
বিস্তারিত