রাজধানীর কাফরুলে যুবদলের উদ্যোগে দলীয় নেতাকর্মীদের ত্রাণ বিতরণ

দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন, মারা গেছে ২১ জন এবং সুস্থ হয়েছে ৪৩৩ জন।

এদিকে দেশের এই দুর্যোগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য দিয়ে সাহায্য করছে যে যার সাধ্যমত।

এর ধারাবাহিকতায় বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) রাজধানীর উত্তর কাফরুল এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রিপন, যুবদল নেতা এম এইচ তালুকদার টুটুল, কবির হোসেন, কাঞ্চন সরদারসহ নেতা কর্মীরা।

এবিষয়ে আমিনুল ইসলাম রিপন বলেন- ‘দেশের এই মহাবিপদে দল মত নির্বিশেষে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের দলীয় অনেক নেতাকর্মী বেকার হয়ে গেছেন, তাদের পাশে আমাদের ছাত্র ও যুব সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। তাই আমি আমার সাধ্যমত অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।’


এডিস নিধনে অনিয়ম হলে আমাকে
এডিস নিধনে কোনো ধরনের অনিয়ম হলে আমাকে সরাসরি ফোন করা
বিস্তারিত
রাজনীতি করার সময় এখন নয়:
বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের
বিস্তারিত
ইতালিতে করোনা মোকাবিলায় কাজ করেছে
প্রাণঘাতী করোনাভাইরাস ইতালিতে মারাত্বক থাবা বসালেও এখন অনেকটাই কমে এসেছে।
বিস্তারিত
কৃষকের সমস্যা সমাধানে সরকারের প্রতি
কৃষকের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ
বিস্তারিত
গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা:
দেশের চলমান করোনা পরিস্থিতির মধ্যে চালু হওয়া গণপরিবহনে স্বাস্থ্যবিধির শর্তগুলো
বিস্তারিত
এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রমের কথা
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
বিস্তারিত