দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জন, মারা গেছে ২১ জন এবং সুস্থ হয়েছে ৪৩৩ জন।
এদিকে দেশের এই দুর্যোগে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য দিয়ে সাহায্য করছে যে যার সাধ্যমত।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ জাতিয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীদের ত্রাণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) রাজধানীর উত্তর কাফরুল এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম রিপন, যুবদল নেতা এম এইচ তালুকদার টুটুল, কবির হোসেন, কাঞ্চন সরদারসহ নেতা কর্মীরা।
এবিষয়ে আমিনুল ইসলাম রিপন বলেন- ‘দেশের এই মহাবিপদে দল মত নির্বিশেষে আমাদের সকলকে এক সঙ্গে কাজ করতে হবে। আমাদের দলীয় অনেক নেতাকর্মী বেকার হয়ে গেছেন, তাদের পাশে আমাদের ছাত্র ও যুব সমাজকে সবার আগে এগিয়ে আসতে হবে বলে আমি মনে করি। তাই আমি আমার সাধ্যমত অসহায়দের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।’