এডিস নিধনে অনিয়ম হলে আমাকে কল দিন: তাপস

এডিস নিধনে কোনো ধরনের অনিয়ম হলে আমাকে সরাসরি ফোন করা যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রোববার (৭ জুন) সকালে রাজধানীতে ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম’ উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
 
এডিস নিধন কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে চার ঘণ্টা এবং বিকেলে আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। দক্ষিণের ৭৫টি ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি চলবে বলে জানান মেয়র তাপস।

প্রতিটি ওয়ার্ডে এ কাজে নিয়োজিত থাকবেন ২১ জন করে। এডিস নিধনে সিটি করপোরেশন পরিকল্পনা করেছে এ কথা জানিয়ে মেয়র তাপস বলেন, বছরব্যাপী ঢাকা দক্ষিণকে মশামুক্ত করার লক্ষ্যে কর্মপরিকল্পনা ঢেলে সাজানো হয়েছে।

তাপস আরও বলেন, এলাকাবাসীকে বলছি, যদি কোথায় এডিস মশা বা লার্ভার দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন আমাদের যোগাযোগের ব্যবস্থা রয়েছে সেখানে যোগাযোগ করবেন। এখানে স্বাস্থ্য কর্মকর্তার নেতৃত্বে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম চলবে। তাকে সরাসরি জানাতে পারেন। তারপর কাউন্সিলরকে জানাতে পারেন। তারপরও যদি সেটার সুরাহা না হয় আমাকে সরাসরি জানাতে পারেন। আমি আপনাদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি।   

এদিকে উত্তর সিটি করপোরেশনে চলছে এডিস নিধন কর্মসূচি। স্থানীয় কাউন্সিলরা বাড়ি-বাড়ি গিয়ে এ কর্মসূচি তদারকি করছেন।


রাজনীতি করার সময় এখন নয়:
বিভেদের ভাইরাসে জাতিকে বিভ্রান্ত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের
বিস্তারিত
ইতালিতে করোনা মোকাবিলায় কাজ করেছে
প্রাণঘাতী করোনাভাইরাস ইতালিতে মারাত্বক থাবা বসালেও এখন অনেকটাই কমে এসেছে।
বিস্তারিত
কৃষকের সমস্যা সমাধানে সরকারের প্রতি
কৃষকের সমস্যা সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ
বিস্তারিত
গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানলে ব্যবস্থা:
দেশের চলমান করোনা পরিস্থিতির মধ্যে চালু হওয়া গণপরিবহনে স্বাস্থ্যবিধির শর্তগুলো
বিস্তারিত
এমন বৃহত্তম ত্রাণ কার্যক্রমের কথা
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ
বিস্তারিত
সোয়া কোটি মানুষের কাছে ত্রাণ
বিএনপি মানুষের পাশে আছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বিস্তারিত