চুল বিক্রি করে সন্তানদের খাবার কিনলে মা!

সাত মাস আগে স্বামী আত্মহত্যা করার পর ঋণে জর্জরিত হন প্রেমা (৩১)। হাতে টাকাও নেই। খাবারের জন্য কাঁদছিল তার তিন শিশু। অন্যের কাছে হাত পেতেও সাহায্য পাননি। অবশেষে নিজের চুল বিক্রি করে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছেন এই মা।

সম্প্রতি ভারতের তামিলনাড়ু রাজ্যের সালেম শহরে এই ঘটনা ঘটে। অসহায় ওই নারী পরে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজএইটিন’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার প্রেমার কাছে কোনো টাকা ছিল না। ক্ষুধার জ্বালায় কাঁদছিল তার তিন শিশু। বাধ্য হয়ে কয়েকজনের কাছে হাতও পাতেন।

কিন্তু কারও মন গলেনি। রাস্তায় দাঁড়িয়ে ভেবে পাচ্ছিলেন না কী করবেন। ঠিক সেই সময়েই রাস্তা দিয়ে এক ফেরিওয়ালা পরচুলা বানানোর জন্য চুল কিনবেন বলে হাক দিচ্ছিলেন।

পরে নিজের চুল কেটে ১৫০ টাকায় বিক্রি করেন। ১০০ টাকা দিয়ে সন্তানদের জন্য খাবার কেনেন। বাকি টাকা নিয়ে পাশেই একটি দোকানে কীটনাশক কিনতে যান প্রেমা।

প্রেমার এই ঘটনাটি এক সপ্তাহ পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জি বালা নামে এক গ্রাফিক ডিজাইনার। তিনি লিখেন, ‘প্রেমা বিষাক্ত আরালি বীজ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু তার বোন এসে তাকে আটকায়।’

পরে ওই ঘটনা পোস্ট করার পর তার সাহায্যে অনেকে এগিয়ে আসেন। তার জন্য সংগ্রহ করা হয় ১ লাখ ৪৫ হাজার টাকা।

বৃহস্পতিবার সালেম জেলা প্রশাসন প্রেমার মাসিক বিধবা ভাতা চালু করে দেয়। বর্তমানে বালার এক বন্ধুর ইটভাটায় কাজ করছেন প্রেমা।


সহপাঠীরা বামন বলে খ্যাপায়, মায়ের
অস্ট্রেলিয়ার ৯ বছরের শিশু কোয়াডেন। শারীরিক প্রতিবন্ধকতার কারণে স্কুলে হাসি-ঠাট্টার
বিস্তারিত
মৃত স্বামীর কাছ থেকে উপহার
বিশ্ব ভালোবাস দিবস পালিত হয়েছে গতকাল শুক্রবার। দিবসটি উপলক্ষে অনেকে
বিস্তারিত
দেহ ব্যবসায় নামতে নারাজ, স্ত্রীর
দীর্ঘদিন ধরে স্ত্রীকে দেহ ব্যবসায় নামানোর চেষ্টা করছিল স্বামী। কিন্তু
বিস্তারিত
বাবার শেষ ইচ্ছা পূরণে হাসপাতালেই
ক্যান্সারের বিরুদ্ধে ৯ বছর ধরে লড়াই করে যাওয়া বাবার শেষ
বিস্তারিত
ভারতে ডেটিং অ্যাপে ৮ লাখ
একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে নারী-পুরুষ নির্বিশেষে মেতেছেন পরকীয়া খেলায়।
বিস্তারিত
১৮২ নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক,
নারীদের সঙ্গে নানা প্রলোভনে, নানা উপায়ে শারীরিক সম্পর্ক করতেন তারা।
বিস্তারিত